কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া ও বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের মধ্যে। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে জানা যায়, সুবিদ আলী ভূইয়ার আয় বেশি। মামলা বেশি বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের। হলফনামায় উল্লেখ করা হয়, সুবিদ আলী ভূইয়ার বার্ষিক আয় এক কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা। তিনি কৃষি ও মৎস্য, বাড়ি ভাড়া, সংসদ সদস্যের সম্মানি এবং পেনশন, ব্যাংক সুদ থেকে এই টাকা আয় করেন। তার এবং তার স্ত্রীর কাছে নগদ আছে প্রায় সাড়ে ছয় লাখ টাকা করে। ব্যাংকে জমা আছে ২৫ লাখ ১১ হাজার টাকা। ব্যাংকে স্ত্রীর রয়েছে ছয় লাখ ২৬ হাজার টাকা, তার গাড়ির মূল্য ৬৪ লাখ টাকা। ড. খন্দকার মোশাররফ হোসেন বছরে আয় করেন এক কোটি নয় লাখ টাকা। তিনি আয় করেন কৃষি, বাড়ি ভাড়া, ব্যাংক আমানতের সুদ থেকে। তার নগদ টাকা আছে চার লাখ টাকা। ব্যাংকে জমা আছে নিজের নামে ১৮ লাখ টাকা, স্ত্রীর নামে চার লাখ টাকা, তার গাড়ির মূল্য ১২ লাখ টাকা, স্ত্রীর প্রাইভেট কারের মূল্য ২০ লাখ ৫০ হাজার। এদিকে মামলা বেশি ড. খন্দকার মোশাররফ হোসেনের। তার বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। এগুলোতে তিনি জামিনে আছেন। আগেও তার বিরুদ্ধে তিনটি মামলা ছিল। সেগুলো বাতিল হয়েছে। এদিকে সুবিদ আলী ভূইয়ার তিনটি মামলা ছিল। সেগুলো স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় প্রত্যাহার করেছে। সুজন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, হলফনামায় দেওয়া প্রার্থীদের তথ্য নিয়ে মানুষের মনে সন্দেহ রয়েছে। হলফনামা যাছাই করে ভুল তথ্য পেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শিরোনাম
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
ভোটের হাওয়া সারাদেশে
আয় বেশি সুবিদ আলীর মামলা বেশি মোশাররফের
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর