সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মাকে মারধর থেকে বাঁচাতে বাবাকে খুন করে ছেলে নিজেই থানায়

ময়মনসিংহ প্রতিনিধি

নেশার টাকার জন্য প্রতিনিয়ত সংসারে অশান্তি আর মাকে মারধরের হাত থেকে বাঁচাতে পাথর ও কাচের টুকরো দিয়ে উপর্যুপরি আঘাত করে বাবাকে খুন করেছে ছেলে জয় (২০)। পরে সে নিজেই থানায় হাজির হয়ে নেশাখোর পিতাকে হত্যার বর্ণনা দিয়ে পুলিশের হাতে ধরা দেয়। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ২টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায়।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা দুলাল মিয়া দুলু (৪২) থাই ও কাচের কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই তার স্ত্রীকে অত্যাচার-নির্যাতন করতেন। শনিবার রাতে দুলু বাসায় ফিরে নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর শুরু করেন। এক পর্যায়ে ছেলে জয় মাকে বাঁচাতে এগিয়ে যায়। এ সময় তাকেও মারধর করেন দুলু। এ সময় জয় তার বাবাকে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করে। এরপর ঘরে থাকা টুকরো কাচ দিয়ে উপর্যুপরি শরীরে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন দুলুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে পিতাকে হত্যা করে জয় নিজেই কোতোয়ালি মডেল থানায় হাজির হয়ে পিতা হত্যার দায় স্বীকার করে।

সর্বশেষ খবর