বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

লকডাউনের নামে জাতির ওপর শাটডাউন চাপিয়ে দিচ্ছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার জনগণের ওপর লকডাউনের নামে অকার্যকর শাটডাউন চাপিয়ে দিচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষের জীবনে দুঃসময় নেমে এসেছে। জীবনযুদ্ধে টিকতে না পেরে কাজ ও চরম খাদ্য নিরাপত্তার অভাবে এসব মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, কিসের লকডাউন? লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনগুলো থেকে হাজার হাজার মানুষ যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, একদিকে পোশাক কারখানা খোলা রাখছে। অন্যদিকে ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই। কোনো রোডম্যাপ নেই। এই সাত দিন লকডাউন, তার পরে কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। তিনি বলেন, করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দল, এনজিও ও সুশীল সমাজের সমন্বয়ে একটা জাতীয় কমিটি করার কথা আমরা বলেছি। কিন্তু সরকার সেটা করছে না, করবেও না। কারণ এটা করলে তাদের লুটপাট, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। বিএনপির এই মুখপাত্র বলেন, অন্যান্য বছর- রমজানের সময় টিসিবি পণ্যের দাম নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়সীমায় রাখার চেষ্টা করা হতো। এবার রমজান সামনে রেখে টিসিবির সব পণ্যের দাম সরকার নিজেই বাড়িয়ে দিয়েছে। সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, খেজুর, সবকিছুর দাম এখন ক্রয়সীমার বাইরে। জনগণের কল্যাণের চিন্তা তারা করে না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির লোকজনের মধ্যে যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা গত কয়েক বছরে আওয়ামী লীগের দুঃশাসনে সবাই নিঃস্ব হয়ে গেছেন। যারা গ্রাম থেকে একটু আয়ের আশায় ঢাকা শহরে এসেছে- মোটরসাইকেলে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহের জন্য। তাদেরও আজ আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, সরকার এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও মতের লোকদের দমন করছে। বিরোধী মত দমন করতে একের পর এক আইন করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, সারা দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। করোনা আক্রান্ত হলেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর