বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার জনগণের ওপর লকডাউনের নামে অকার্যকর শাটডাউন চাপিয়ে দিচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষের জীবনে দুঃসময় নেমে এসেছে। জীবনযুদ্ধে টিকতে না পেরে কাজ ও চরম খাদ্য নিরাপত্তার অভাবে এসব মানুষ শহর ছেড়ে চলে যাচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, কিসের লকডাউন? লঞ্চ, বাস ও ট্রেন স্টেশনগুলো থেকে হাজার হাজার মানুষ যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে। গতকাল দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, একদিকে পোশাক কারখানা খোলা রাখছে। অন্যদিকে ব্যাংক বন্ধ রাখছে। মূলত সরকারের কোনো সমন্বয় নেই, কোনো পরিকল্পনা নেই। কোনো রোডম্যাপ নেই। এই সাত দিন লকডাউন, তার পরে কী হবে সে বিষয়ে কোনো নির্দেশনা নেই। তিনি বলেন, করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দল, এনজিও ও সুশীল সমাজের সমন্বয়ে একটা জাতীয় কমিটি করার কথা আমরা বলেছি। কিন্তু সরকার সেটা করছে না, করবেও না। কারণ এটা করলে তাদের লুটপাট, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। বিএনপির এই মুখপাত্র বলেন, অন্যান্য বছর- রমজানের সময় টিসিবি পণ্যের দাম নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের ক্রয়সীমায় রাখার চেষ্টা করা হতো। এবার রমজান সামনে রেখে টিসিবির সব পণ্যের দাম সরকার নিজেই বাড়িয়ে দিয়েছে। সবজি, মাছ, মুরগি, গরুর মাংস, খেজুর, সবকিছুর দাম এখন ক্রয়সীমার বাইরে। জনগণের কল্যাণের চিন্তা তারা করে না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির লোকজনের মধ্যে যারা বড় ব্যবসায়ী ছিলেন তারা গত কয়েক বছরে আওয়ামী লীগের দুঃশাসনে সবাই নিঃস্ব হয়ে গেছেন। যারা গ্রাম থেকে একটু আয়ের আশায় ঢাকা শহরে এসেছে- মোটরসাইকেলে রাইড শেয়ার করে জীবিকা নির্বাহের জন্য। তাদেরও আজ আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, সরকার এই লকডাউনের মাঝেও বিরোধী দল ও মতের লোকদের দমন করছে। বিরোধী মত দমন করতে একের পর এক আইন করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, সারা দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। আমরা সবাই দোয়া করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। করোনা আক্রান্ত হলেও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে।
শিরোনাম
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
- রংপুরে বেড়েছে খড়ের কদর, লাভবান কৃষক
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর
- পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
লকডাউনের নামে জাতির ওপর শাটডাউন চাপিয়ে দিচ্ছে সরকার : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নাম ভিন্ন ভিন্ন, কিন্তু ভোটার তালিকায় ছবি ব্রাজিলের মডেলের, বোমা ফাটালেন রাহুল
১৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
২৫ মিনিট আগে | নগর জীবন