বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

একই দলে প্রতিদ্বন্দ্বিতা ভোটের প্রয়োজন কী

-মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

একই দলে প্রতিদ্বন্দ্বিতা ভোটের প্রয়োজন কী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, এক দলের সঙ্গে আরেক দলের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পরিবর্তে একই দলের একজনের সঙ্গে আরেকজনের প্রতিদ্বন্দ্বিতা হলে দলীয় প্রতীকে নির্বাচন করার প্রয়োজনটা কী? সে ক্ষেত্রে নির্বাচনের সৌন্দর্য ও আকর্ষণ অনেকাংশে নষ্ট হয়ে যায়।

তিনি আরও বলেন, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে স্থানীয় নির্বাচনকে স্বচ্ছ ও সুন্দর করা আবশ্যক। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো কোনো এলাকায় এক প্রার্থী অন্য প্রার্থীকে হুমকি-ধমকি দেওয়ার খবরও আসছে। এমনটা হলে ভোটার ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। তিনি বলেন, একই দলের একাধিক প্রার্থীর পারস্পরিক কোন্দল যেন কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না করে প্রশাসনকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। জমিয়তের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, দলের অনেক প্রার্থী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপেও অনেকে করবেন।

সর্বশেষ খবর