বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২ ০০:০০ টা

অভিভাবকহীনতার কারণে খাল দখল হয়েছে

ইকবাল হাবিব

অভিভাবকহীনতার কারণে খাল দখল হয়েছে

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর যুগ্ম সম্পাদক ও স্থপতি ইকবাল হাবিব বলেছেন, রাজধানীতে যত খাল ছিল, সবগুলোর অভিভাবক ছিল জেলা প্রশাসন। তারা কোনো দায়িত্ব পালন করেনি। ওই সময় যে যেভাবে পেরেছে খাল দখল করেছে। তাদের অবহেলার কারণে খালের অভিভাবকত্বের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছে দেওয়া হয়। সেই একই কাজ করেছে এই সংস্থাটিও। তারা কোনো দেখভাল করেনি। মাঝেমধ্যে ময়লা পরিষ্কারের নামে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে নামকাওয়াস্তে কাজ করেছে। কিন্তু প্রকৃত অভিভাবকের দায়িত্ব পালন করেনি। এমনও দেখা গেছে, সিএস জরিপে সরকারের জায়গা হিসেবে দেখানো হয়েছে, আর মহানগর জরিপে মালিকানা বদল হয়ে গেছে। তিনি বলেন, খালগুলো জনগণের পরিসর। এই পরিসর উদ্ধার করতে হবে। নগরকে বাঁচাতে হলে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেই হবে। আর অবৈধ দখল উচ্ছেদ করতে না পারলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া যাবে না। এই বিশেষজ্ঞ আরও বলেন, রাজধানীতে অনুমোদনহীন ভবন সংখ্যা শতকরা ৭০ শতাংশ। আর খাল ও অন্যান্য পরিসর দখল করে যে ভবন হচ্ছে সেগুলো অনুমোদনহীন তৈরি হচ্ছে। আর এসব ভবনের তদারকির দায়িত্ব রাজউকের। তারা এ কাজ না করে হাত গুটিয়ে রয়েছে।

সর্বশেষ খবর