রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনার সাত বছর পরে পৃথক দুটি মামলায় পাঁচ আসামির আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। গতকাল দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান গঙ্গাচড়া উপজেলায় এক কিশোরীকে (১৬) গণধর্ষণ ও হত্যা মামলায় এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার মর্ণেয়ার হাজীপাড়া তালপট্টির শামসুল আলমের ছেলে আবুজার (২১), আবদুর রহমানের ছেলে আবদুল করিম (২২), মতিয়ার রহমানের ছেলে নাজির হোসেন (২৫), মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২২) ও মো. হান্নানের ছেলে আলমগীর (২০)। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিল। আলমগীর নামে এক আসামি পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, আবুজারের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বললে আবুজার টালবাহানা শুরু করে। কিশোরী প্রেমের সম্পর্কটি তার বাবা-মাসহ গ্রামবাসীকে জানিয়ে দেবে হুমকি দিলে আবুজার তাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ১৪ মে কিশোরীকে বাড়ি থেকে ডেকে নির্জন স্থানে নিয়ে যায় আবুজার। এরপর আবুজার ও তার বন্ধুরা দলবদ্ধ ধর্ষণ করে। এরপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করে বাড়ির পাশে ধঞ্চে খেতে ফেলে পালিয়ে যায়। পর দিন ১৫ মে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেন। এ ঘটনায় কিশোরীর বাবা গঙ্গাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবুজারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে গতকাল আদালত পাঁচ আসামিকে আমৃত্যু কারাদন্ড ও ১ লাখ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        