বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা

জমজমাট সিনেমা উৎসব

জাবি প্রতিনিধি

জমজমাট সিনেমা উৎসব

‘নূতন পথের গল্প বুনি সিনেমার উৎসবে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জহির রায়হান ফিল্ম সোসাইটির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী সিনেমা উৎসব ‘একান্নবর্তী’। চলবে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত।

গতকাল সকাল পৌনে ১০টায় উৎসবটির উদ্বোধন ঘোষণা করেন বাংলা সিনেমার ব্যানার ডিজাইনার হানিফ পাপ্পু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘একটি দেশের সমাজ, সংস্কৃতি ও রাজনীতি চলচ্চিত্রের মাধ্যমে ফুটে ওঠে। মানসম্পন্ন একটি চলচ্চিত্র সমাজকে বদলে দিতে পারে। এ জন্য, সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ জরুরি।’ উৎসবের প্রথম দিনে সকাল সাড়ে ১০টায় জহির রায়হান পরিচালিত ফিল্ম ‘স্টপ জেনোসাইড’ প্রদর্শিত হয়েছে। এরপর বেলা ১১টায় চলচ্চিত্রের ওপর মাস্টারক্লাস নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। পরে বিকাল ৩টায় সাস্টেইনেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট ফর ওম্যান ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এ ছাড়া, বিকাল ৫টায় আরিফুর রহমান পরিচালিত ফিল্ম ‘স্কুটি’ ও সন্ধ্যা ৭টায় খন্দকার সুমন পরিচালিত ফিচার ফিল্ম ‘সাঁতাও’ প্রদর্শিত হয়। সিনেমা উৎসবের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ক্রিপ্ট ল্যাব চলবে। পরে বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা ডিরেক্টরস রাউন্ড টেবিল আয়োজিত হবে। এ ছাড়া বিকাল ৩টায় সিলেক্টেড শর্ট ফিল্ম ও সন্ধ্যা ৭টায় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ফিচার ফিল্ম ‘মায়ার জঞ্জাল’ প্রদর্শিত হবে। উৎসবের তৃতীয় দিন বিকাল ৩টায় আর্টিস্ট টক আয়োজিত হবে। পরে বিকাল ৫টায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ফিচার ফিল্ম ‘হাওয়া’ প্রদর্শিত হবে। সবশেষ রাত ৮টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবটি শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর