বিশ্বের সবচেয়ে ধনীদের (এক শতাংশ) আয় গত এক দশকে ৪২ ট্রিলিয়ন ডলার বেড়েছে। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠেয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন শুরুর প্রাক্কালে দাতব্য সংস্থা অক্সফাম এই তথ্য প্রকাশ করেছে। সূত্র : রয়টার্স, বাসস।
অক্সফামের ‘সারভাইভাল অব দ্য রিচেস্ট’ শিরোনামের প্রতিবেদন অনুসারে, বিলিয়নিয়ারদের সম্পদ প্রতিদিন গড়ে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে। অপর দিকে, ১ দশমিক ৭ বিলিয়ন কর্মী এমন সব দেশে বসবাস করছে, যেখানে মূল্যস্ফীতির পরিমাণ তাদের বেতনের চেয়ে বেশি হারে বাড়ছে। একই সঙ্গে, পৃথিবীর অর্ধেক বিলিয়নিয়ার এমন সব দেশে থাকেন, যেখানে পৈতৃক সূত্রে পাওয়া সম্পদের ওপর কোনো কর প্রযোজ্য নয়। অক্সফাম জানিয়েছে, এর ফলে তারা তাদের উত্তরসূরিদের জন্য ৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ রেখে যেতে পারবেন, যা সমগ্র আফ্রিকার জিডিপির (মোট দেশজ উৎপাদন) চেয়ে বেশি। অক্সফাম উল্লেখ করেছে, বিশ্বের মাল্টি-মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ারদের ওপর ন্যূনতম ৫ শতাংশ কর আরোপ করা হলে বছরে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের তহবিল গঠন করা সম্ভব, যার মাধ্যমে ২ বিলিয়ন মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে। অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচার বলেন, ‘সাধারণ মানুষ খাবারের মতো নিত্যপ্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে উদয়াস্ত পরিশ্রম করছেন। অপরদিকে, অতিমাত্রায় ধনীদের সম্পদের পরিমাণ তাদের স্বপ্নকেও ছাড়িয়ে গেছে। মাত্র ২ বছরেই এই দশকটি বিলিয়নিয়ারদের জন্য সেরা দশকে রূপান্তরিত হওয়ার পথে অনেক দূর এগিয়েছে।’ অক্সফাম বলছে, ৪২ ট্রিলিয়ন ডলার সংখ্যা বিশ্বের জনসংখ্যার দরিদ্র অর্ধেক সঞ্চিত সম্পদের প্রায় ৩৬ গুণ বেশি।