জুলাই অভ্যুত্থানে হামলার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আবদুল্লাহসহ ২৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মারযুক আবদুল্লাহ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর। এ ছাড়া দীপ্ত টিভি বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার ব্যুরো প্রধান খান মাইনউদ্দিনকেও মামলার আসামি করা হয়েছে। সাংবাদিক মর্তুজা জুয়েল ও খান মাইনউদ্দিন বলেন, আমাদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। মামলার বাদী মারযুক আবদুল্লাহ বলেন, যে সাংবাদিকদের আসামি করা হয়েছে, তারা আন্দোলনের সময় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং পুলিশকে আমাদের বিষয়ে তথ্য দিয়েছিলেন।