বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে ফোন করে খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। গতকাল জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জামায়াত আমিরের চিকিৎসায় যেকোনো সহযোগিতার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। অসুস্থতার খবর নেওয়ায় সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াত আমির।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে দুবার পড়ে যান শফিকুর রহমান। পরে প্রাথমিক চিকিৎসা চলার সময় তিনি মঞ্চে বসে বক্তব্য শেষ করেন। পরে সেখান থেকে তাকে সরাসরি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে রাতে তিনি হাসপাতাল ছাড়েন। এদিন রাতে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। খবর নেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে ফোন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেখতে যান ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতারা।