মেহেরপুরের মুজিবনগর সীমান্তে মা ও তার দুই মেয়েকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার পর বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানায় সোপর্দ করে। আটকরা হলেন- বাগেরহাটের আবদুস সালামের স্ত্রী মমতা বেগম (৬০) এবং তার মেয়ে ময়না বেগম (৩০) ও মাহিনুর (২৫)।
মমতা বেগম জানান, ৩০ বছর ধরে তারা ভারতের হরিয়ানায় বসবাস করেন। দুই মেয়ের বিয়েও ভারতে হয়েছে। সম্প্রতি দেশটির পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। তারা শুক্রবার সকালে কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঢুকতে বাধ্য করে।
পুলিশ জানায়, দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২-এর ৩ এস পিলার এলাকা থেকে তিনজনকে আটক করে বিজিবি। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটকদের দেওয়া ঠিকানা যাচাইয়ের জন্য বাগেরহাট পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে। পরিচয় সঠিক হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।