বর্তমান সময়ে গড়ে ৭০-৮০ বছরের বেশি বাঁচার সাহস খুব কম মানুষই করেন। এজন্যই ২৫৬ বছর বেঁচে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেন চীনের লি চিং ইউয়েন। প্রথমে কেউ মানতে চায়নি বিষয়টি। তবে এখন বিষয়টি সর্বজনস্বীকৃত।
১০ বছর বয়সেই আয়ুর্বেদ নিয়ে কাজ করা শুরু করেন লি চিং। মোট ৪০ বছর সে কাজই করেছেন তিনি। নির্দিষ্ট একটা বয়সের পর দৈনন্দিন খাদ্যাভ্যাস কঠিনভাবে নিয়ন্ত্রণ করা শুরু করেন লি চিং। প্রতিদিন গোজি বেরি, লিংগজি, বন্য জিনসেং, হি শু য়ু, গোটুকোলা আর ভাত থেকে তৈরি মদ খেয়ে তিনি পেটের ক্ষুধা মেটাতেন। জীবনভর আর কোনও খাবার মুখে তোলেননি।
মোট ২৩টি বিয়ে করেছিলেন, সন্তান-সন্ততির সংখ্যা ছিল ২০০এর বেশি। লি মারা যান ১৯৩৩ সালে। মৃত্যুর আগে তিনি একটা কথা বলে গিয়েছিলেন উপস্থিত স্বজনদের। সেটা হলো, বহুদিন বাঁচতে চাও? তাহলে মনকে শান্ত করো, কচ্ছপের মতো ধীরস্থির হও, তৎপর হও পায়রার মতো, আর একটা কুকুরের মতো ঘুমোও।
বিডি প্রতিদিন/ ০৩ নভেম্বর ২০১৬/ ফারজানা-০৮