ফেসবুকে বন্ধুত্ব হয়েছে। আপনি সেই বন্ধুত্ব থেকে আরও বেশি কিছু ভাবতে শুরু করেছেন। এদিকে কিভাবে সেই কথা শুরু করবেন, সেটা ভেবেই পাচ্ছেন না। এদিকে কল্পনার জগতে তাকে নিয়ে চলে গেছেন অনেক দূর। এমন অবস্থায় ঘাবড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কীভাবে পছন্দের অনলাইন বন্ধুটির আরও ঘনিষ্ঠ হয়ে উঠবেন সেই সম্পর্কিত রইল আপনার জন্য পাঁচ পরামর্শ-
১। রসবোধ হল আপনার সবচেয়ে বড় অস্ত্র। কথা শুরু করুন মজার বাক্যালাপ দিয়ে। যত বেশি রসবোধ ততই আলাপ হবে জমাটি। অবশ্য বোকা বোকা রসিকতা করলে ফল উল্টোও হতে পারে। শুরুতেই যৌনতা সম্পর্কিত রসিকতা তো একদম নয়।
২। কারও সঙ্গে আলাপ জমানোর আগে তার প্রোফাইল ঘেটে দেখে নিন, কোন কোন ব্যাপারে তার আগ্রহ আছে। পছন্দের বিষয় যদি মিলে যায়, তাহলে তো খুবই ভাল। তবে সবজান্তা হওয়ার জন্য, শুধু তার পছন্দের বিষয় বলেই, তাতে আপনারও জ্ঞান আছে বলে দাবি করে বসবেন না যেন। তাতে হিতে বিপরীত হবে। প্রেমের আশাও হবে ব্যাহত।
৩। প্রশংসা এবং তোষামোদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। পছন্দের মানুষটির প্রশংসা করুন। তবে খেয়াল রাখতে হবে, মাত্রা যেন না ছাড়ায়। কখনই যেন অপর পাশের মানুষটির না মনে হয়, আপনি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তার প্রশংসা করছেন।
৪। শুধুই নিজের কথা বলা নয়। কিংবা মনোযোগী শ্রোতা নয়। মাঝে মাঝে প্রশ্ন করুন। দেখান, কোনও বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আপনি তার ওপরে নির্ভর করছেন। ‘ইগো’ সরিয়ে রেখে তাকে শিক্ষক বা শিক্ষিকার ভূমিকায় দেখতেও আপনি রাজি। বিষয়টা কাজে দেবে।
৫। কোনও পরিস্থিতিতেই ঘাবড়ে যাবেন না। কারণ, অনেক সময়েই আপনার উপস্থিত বুদ্ধির পরীক্ষা নিতে পারেন আপনার পছন্দের মানুষটি। যদি মনে করেন, কোনও পরিস্থিতির মোকাবিলা করতে হলে আপনার সময় লাগবে, তাহলে প্রথমে হাসির স্মাইলি ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করুন। সেই অবসরে ঠিক করে ফেলুন আপনার কী কর্তব্য।
বিডি-প্রতিদিন/৪ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৮