বিশ্বে বহুল ব্যবহৃত যোগাযোগ মাধ্যম হলো মোবাইল ফোন। ১০ বছরের দীর্ঘ গবেষণায় দেখা গেছে, মোবাইল ফোন থেকে যে বিকিরণ নির্গত হয় তা টিউমারের ঝুঁকি বাড়ায়। ইঁদুরের উপর চালানো ওই গবেষণার খসড়া শুক্রবার অনলাইনে প্রকাশ করা হয়। তবে এটি মানব শরীরেও একই ধরণের প্রভাব ফেলবে কী না- তা ব্যাখ্যা করতে গিয়ে বিতর্কে পড়েছেন গবেষকরা।
পুরুষ ইঁদুরের শরীরে মোবাইল থেকে নির্গত হওয়া বিকিরণ টিউমারের সৃষ্টি করলেও নারী ইঁদুরের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলেনি। যুক্তরাষ্ট্রের মেডিক্যাল রিসার্চ এজেন্সির শাখা ন্যাশনাল ইন্সটিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস এই গবেষণা চালিয়েছে। সূত্র : দ্য স্টার
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা