পরিচ্ছন্ন, সুস্থ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞায় ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ ক্যাম্পেইন শুরু করেছে। করোনার শুরুর সময়ে পুরো পৃথিবীতে থেমে যায় স্বাভাবিক জীবনযাত্রা। কিন্তু থামেনি বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মী ও বিশেষজ্ঞদের পরিশ্রম এবং এই মরণব্যাধি দূরীকরণের চেষ্টা।
তবে চেষ্টার সাফল্য আশা পর্যন্ত এই ভাইরাসকে দমানোর জন্য প্রাথমিকভাবে সবথেকে কার্যকরী করণীয় হলো নিয়মিত হাত পরিষ্কার করা। এর মূল লক্ষ্যটি হলো, হাত ধোঁয়ার মত অতি সহজ কাজের মাধ্যমেই এই মরণব্যাধি ছড়িয়ে পরা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
কিন্তু হাত পরিষ্কারের পাশাপাশি আরেকটি অন্যতম জরুরি ও কার্যকরী করণীয় হলো সার্বিক পরিচ্ছন্নতা বজার রেখে স্বাস্থ্যবিধি মেনে চলা। এজন্য, দেশের জনগণকে সচেতন করতে ও তাদের কাছে সুরক্ষা বার্তা পৌঁছে দিতে রেকিট বেনকিজার ২০১৭ সালে শুরু করেছিলো “ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ” ক্যাম্পেইন।
এ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইন, বাংলাদেশ ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতে নিয়েছে বেশ কিছু উদ্যোগ এবং পেয়েছে সাফল্যের দেখাও। এই ক্যাম্পেইন এর প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ছিল, স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে শেখানো, শিশুদের সুস্থ ও সুরক্ষিত রাখতে মায়েদের প্রশিক্ষণ প্রদান এবং সরাসরিভাবে দেশজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহণ করার পাশাপাশি, সর্বস্তরের মানুষদের নিজ নিজ অবস্থান থেকে এই কাজে অংশগ্রহণে উৎসাহিত করা।
ক্যাম্পেইনের আওতায় ব্র্যাক এনজিও সহযোগিতায় প্রায় ৫০ হাজার সুবিধা-বঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ স্কাউট-এর সাহায্যে, ক্যাম্পেইনের কর্মসূচী অনুযায়ী স্বাস্থ্যকর্মীসহ অন্যান্য প্রথমসারীর যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক, পিপিই-এর মত প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও, কোভিড-১৯-এর বিস্তার ঠেকাতে সঠিকভাবে হাত ধোয়া নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে “ডেটল হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জ” শুরু করা হয়, যেখানে সব শ্রেণী-পেশার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অংশগ্রহণ করে। চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা পায় নগদ অর্থ পুরষ্কার লাভের সুযোগও।
ক্যাম্পেইন নিয়ে ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ তারেক বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন দেশ গঠনই আমাদের মূল লক্ষ্য। শুরু থেকেই আমরা জনগণকে সচেতন করার বিষয়ে কাজ করে যাচ্ছি। বিশেষ করে দেশের যুব সমাজকে, কারণ তারাই আগামীর ভবিষ্যৎ।
বিডি প্রতিদিন/আবু জাফর