২৩ মে, ২০১৯ ০৮:৩১
লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আজ

সহিংসতার আশঙ্কায় ভারতজুড়ে সতর্কতা

অনলাইন ডেস্ক

সহিংসতার আশঙ্কায় ভারতজুড়ে সতর্কতা

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আজ বৃহস্পতিবার। নির্বাচনের এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভারতে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় গোটা দেশে কড়া সতর্কাবস্থা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সব রাজ্যের পুলিশ প্রধানদের সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্র : এনডিটিভি।

মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বলা হয়েছে, ভোট গণনার সময় সহিংসতা সৃষ্টির চেষ্টা চলছে। সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য নানা তৎপরতার আভাস পাওয়া গেছে। এ অবস্থায় রাজ্য ও  কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক থাকতে বলা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শক্তিশালী কক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রাখার জায়গাসহ  ভোট গণনার স্থানে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। এতে আরও বলা হয়, কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি, বিশেষত উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা রাজ্যের কিছু নির্দিষ্ট বিবৃতি দিয়েছেন-  যা গণনা প্রক্রিয়াতে সহিংসতা ও বাধা সৃষ্টি করতে পারে। জানা গেছে, বিভিন্ন রাজ্যে ভোট গণনার আগে থেকেই ভোটার  মেশিনকে উচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর