সমন্বিত সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, দেশের একেবারে নিম্নআয়ের মানুষ ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদকের সংশ্লিষ্টতা বেশি। মধ্যম আয়ের মানুষের মধ্যে তুলনামূলক কম। বিশেষ করে, নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যের ও অধিক ক্ষতিকর মাদক ব্যবহার করছে।
আজ রবিবার সকালে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে’ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি।
তিনি মনে করেন, মাদকের ব্যবহার কমিয়ে আনতে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা প্রয়োজন। মাদকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে প্রথাগত আইনের পাশাপাশি প্রচলিত সামাজিক বিধিনিষেধ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক