নাইটক্লাবে যাওয়ার জন্যে ২৪ বছরের এক মহিলা তার তিন বছরের সন্তানকে গাড়িতে ফেলে চলে যান। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের হাউস্টনে। এই অপরাধে ২৪ বছরের ওই দক্ষিণ এশিয়ান মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে অবশ্য দু'হাজার ডলারের বিনিময়ে মুক্তি পেয়েছেন তিনি।
হ্যারিস কাউন্টির প্রধান প্রশাসনিক কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়েছে, উজমা শেখ নামের ওই মহিলা তার তিন বছরের বাচ্চাকে নিয়ে কাউন্টিরএকটি নাইটক্লাবে ঢুকতে যান। সেখানে ঢোকার মুখে বাধার মুখোমুখি হন তিনি। বাধার মুখে প্রথমে চলে গেলেও কিছুক্ষণ বাদে ফের ঢোকার চেষ্টা করেন। ক্লাবের ডেপুটিকে বলেন, বাচ্চাকে তিনি একজন বন্ধুর কাছে রেখে এসেছেন। কিন্তু বিশ্বাস হয়নি ডেপুটির। তখন একটু এগিয়ে গিয়ে মহিলার গাড়ির কাছে গিয়ে দেখতে পান, শিশুটিকে প্রকৃতপক্ষে গাড়ির মধ্যে রেখে গিয়েছে ওই মহিলা। ছোট্ট একটা বাচ্চাকে গাড়িতে রেখে নাইটক্লাবে ঢোকার চেষ্টার প্রচেষ্টায় পুলিশকে ঘটনাটি জানান ক্লাবের ওই কর্মকর্তা।
আসলে শিশুদেরকে নিয়ে ক্লাবে ঢোকা নিষেধ ছিল বলেই মহিলা এমন অমানবিক আচরণ করে ঢোকার উপায় খুঁজছিল।