কোডোমোরয়েড এবং ওটোনারয়েড দেখতে হুবহু মানুষের মতো। কথা বলা, হাঁটা চলা সবতেই মানুষ। শুধু পরিচালিত হয় রিমোট কনট্রোলের সাহায্যে। কিন্তু মজার ব্যাপার হল, তারা সাবলীলভাবে যে কোনও অনুষ্ঠান সঞ্চালনা করতে পারেন। এমনকি নিউজ অ্যাঙ্করিংও। তাও যথাযথ ইমোশন এবং এক্সপ্রেশনের সঙ্গে।
বহুদিন আগের টিভিতে একটি আমেরিকান শোর 'স্মল ওয়ান্ডারস' এর কথা নিশ্চয়ই মনে আছে? সেখানে দেখানো সেই ছোট্ট মেয়েটির মতোই হবে এই রোবট। এই রোবটের আবিষ্কারক জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোশি ইশিগুরো জানিয়েছে এই আবিষ্কার নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করবে।