চীনে সমপ্রতি বান্ধবী মু মাকে নিয়ে শানঝি প্রদেশের ঝিয়ান শহরে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়াং কে। সেখানকার এক হোটেলে অবস্থানকালে দুজনার মধ্যে বেশ খানিকটা ঝগড়া হয়। ঝগড়ার জের ধরে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন মু। এতেই খেপে যান কে। তিনি তখন ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার মুকে বেঁধে সোজা সুটকেসে চালান করে দেন।
এরপর হোটেল থেকে বেড়িয়ে একটি ভাড়া গাড়িতে করে নিজ বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন। তার বাড়ি লিয়াওনিনং প্রদেশের শেনইয়াং শহরে। কিন্তু পথে সুটকেসে বন্দি মুয়ের চিত্কার শুনতে পেয়ে পুলিশকে খবর দেন গাড়িচালক।
এ সম্পর্কে স্থানীয় পুলিশের মুখপাত্র জানায়,'লিংয়ানিনং যাওয়ার পথে চালক সুটকেস থেকে কান্নার শব্দ শুনতে পান এবং এর মধ্যে মুয়ের অসি্তত্ব আবিষ্কার করেন।' এরপর ওই চালক আটক মুকে ছেড়ে দেয়ার জন্য ওয়াংকে প্রভাবিত করার চষ্টো করেন।
কিন্তু এতে সে রাজি না হওয়ায় পুলিশকে খবর দেন চালক। গত ১৫ জুন গাড়িটি শেনিইয়াংয়ে পৌঁছানোর পর পুলিশ ওয়াংকে আটক করে জেলহাজতে পুরে দেন। যথারীতি উদ্ধার পায় মু।