হঠাৎ এক পশলা বৃষ্টি। আর তারপরই রাস্তাজুড়ে মাছের স্রোত! হ্যাঁ এমনই এক অবাক করা ঘটনা ঘটল থাইল্যান্ডের রাজধনী ব্যাংককে। সাগর, নদী বা পুকুর নয়, মাছ ভেসে বেড়ালো ব্যাংককের রাস্তায়। আসলে বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গেই সমুদ্র তীর থেকে উড়ে এসে রাস্তায় পড়তে থাকে মাছ। এক কথায় যাকে যায় মাছ বৃষ্টি।
এমন মাছ বৃষ্টি দেখে থমকে পড়েন পথযাত্রীরাও। অনেকে আবার মাছগুলিকে সমুদ্রে ছুঁড়ে দিয়ে বাঁচানোর চেষ্টাও চালান। কিন্তু বিশেষ লাভ হয়নি। অধিকাংশ মাছই রাস্তায় পড়ার পরই মারা যায়। শনিবার ওই রাস্তায় পড়া ৬ হাজার ৮০০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
থাইল্যান্ডে অঞ্চল ভেদে বর্ষার সময়সূচিও বদলে যায়। বিশেষত মে-জুন থেকে অক্টোবর পর্যন্তই থাইল্যান্ড বর্ষাকাল। তবে এমন মাছ বৃষ্টির ঘটনা বিরল।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৫/মাহবুব