স্কটল্যান্ডের এবারডিনের বাস যাত্রীরা এক নতুন সহযাত্রীকে প্রতিদিন তাদের মাঝে দেখতে পাবেন। বাস পাসধারী এই নতুন সহযাত্রী তাদের স্বগোত্রীয় নন। লাল ঝুঁটি সাদা পালকের এক মোরগকে খুঁজে পাওয়া গিয়েছিল এক বাস স্টপে। তাকে এখন ফ্রি বাস পাস দিয়েছেন স্থানীয় বাস কোম্পানির কর্মকর্তারা।
এবারডিনের মেরিকাটলার এলাকার বাস স্টপে মোরগটিকে প্রথম দেখতে পান এক ব্যক্তি। তিনি এটিকে নিয়ে যান পশু নির্যাতন প্রতিরোধ সংস্থার কার্যালয়ে। সেখানে মোরগটির পরিচর্যার ব্যবস্থা করা হয়। এটির নাম দেওয়া হয় 'ডেকার'।
বাস কোম্পানি ফার্স্ট এবারডিন মোরগটির দেখাশোনার খরচ যোগানোর দায়িত্ব নিয়েছে। সেই সঙ্গে এটিকে দেওয়া হয়েছে ফ্রি বাস পাস। গলায় এই পাস ঝুলিয়ে 'ডেকার'কে হয়তো শীগগিরই দেখা যাবে এবারডিনের বাসে।
বিডি-প্রতিদিন/২২ মে ২০১৫/শরীফ