গরুর মাংস খেতে হলে ভারতীয়দের পাকিস্তানে বা আরব দেশে চলে যাবার পরামর্শ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। বৃহস্পতিবার হিন্দি গণমাধ্যম 'আজতক' আয়োজিত ১২তম 'মন্থন' নামক অনুষ্ঠানে সংখ্যালঘুদের খ্যাদ্যাভ্যাস প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে 'অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন' নেতা আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, 'সন্ত্রাসবাদ নিয়ে মোদি সরকার দ্বৈত মনোভাব নিয়ে চলছে। সরকার সংখ্যালঘুদের কথা বলছে, কিন্তু বাজেটে ৫৬১ কোটি টাকা কমিয়ে দেয়া হয়েছে। মহারাষ্ট্রে গরুর গোশত নিষিদ্ধ করে দেয়া হয়েছে। এতে প্রায় ৫ লাখ মুসলিম ক্ষতিগ্রস্ত হয়েছে। গরীব মুসলমানদের জন্য মোদি সরকারের কোনো জোরালো পদক্ষেপ নেই।'
আসাদউদ্দিন ওয়াইসি'র এ ধরণের অভিযোগের জবাবে নাকভি বলেন, 'এটি একটি শ্রদ্ধা এবং বিশ্বাসের বিষয়। যদি কেউ গরুর গোশত খেতে না পেয়ে মারা যায়, তাহলে তিনি পাকিস্তানে বা আরব দেশে চলে যান। তার এ দেশে কোনো জায়গা নেই। ভারতে গরুর গোশত পাওয়া যাবে না।'
ওয়াইসি প্রশ্ন করেন- 'গোয়ার মুখ্যমন্ত্রী গরুর মাংস খান, তাহলে তাকেও কি পাকিস্তানে পাঠানো হবে?'
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৫/ এস আহমেদ