মাধ্যমিক পাস করতে যেখানে একজন ছাত্রের ১৫ বছর পার হয়ে যায়, সেখানে ১১ বছরেই স্নাতক! ভাবছেন সিনেমার গল্প বলা হচ্ছে। কিন্তু না এমনই এক অবিশ্বাস্য কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকা প্রবাসী ছাত্র তানিষ্ক আব্রাহাম। তানিষ্ক ক্যালিফোর্নিয়ার আমেরিকান রিভার কলেজের ছাত্র।
বরাবরই ক্লাসের সবার থেকে ছোট ছিল সে। সাত বছর বয়স থেকে আমেরিকার ওই কলেজে পড়াশোনা করে সে। গত বছরের মার্চ মাসে সে স্টেট ভিত্তিক পরীক্ষা পাশ করে। হাই স্কুল ডিপ্লোমা পায়। তার এই সাফল্য প্রেসিডেন্ট ওবামারও দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি অভিনন্দন জানিয়ে একটি চিঠিও পাঠিয়েছিলেন। তার এই সাফল্যে খুশি মা তাজি আব্রাহাম। তিনি জানিয়েছেন, কিন্ডারগার্ডেন থেকেই সে যথেষ্ট প্রতিভাবান ছিল।
গ্র্যাজুয়েশনের পর তানিষ্ক জানিয়েছে, সে চিকিৎসক হতে চায়। শুধু তাই নয়, গবেষণাও করতে চায় চিকিৎসা বিজ্ঞানে। এমনকি আগামীদিনে আমেরিকার প্রেসিডেন্ট হতে চায় তানিষ্ক। তবে তার মূল উদ্দেশ্যে প্রচুর পড়াশোনা করা ও আরও বেশি করে জানা। যা শুধু শখ থেকেই। তাই এত তাড়াতাড়ি ডিগ্রির জন্য পড়াশোনা শেষ করেছে বলে জানিয়েছে তানিষ্ক।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৫/মাহবুব