১১ বছর বয়সী লিয়াঙ ইয়োই মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু হৃদয়ভরা ছিল মমতা। তার জীবনের শেষ ইচ্ছা নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দান করে দিয়ে যাবে। নয় বছর বয়স থেকে লিয়াঙ ইয়োই ব্রেন টিউমারে ভুগছিল। রোগ যন্ত্রণায় লড়তে লড়তে একটা স্বপ্ন দেখেছিল সে। ডাক্তারদেরকে অনুরোধ করেছিল জীবনের শেষ মুহূর্তে যেন তার এই স্বপ্ন পূরণ করা হয়।
গত বছর ৬ জুন মারা যায় লিয়াঙ। ছবিতে দেখা যায় ডাক্তাররা মাথানত করে শ্রদ্ধা জানাচ্ছে লিয়াঙকে। মরদেহের ঠিক পিছনে তার মা কান্নায় ভেঙে পড়েছেন। আর এই ছবি এখনও স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে রয়েছে।
চীনের শেনজহেন শহরে প্রাথমিক বিদ্যালয়ে পড়তো লিয়াঙ। যেদিন সে জানতে পারে আর বাঁচবে না, লিয়াঙ সিদ্ধান্ত নেয় তার শরীরের অঙ্গপ্রতঙ্গ বন্ধুদের দান করে যাবে। লিয়াঙ বলেছিল, "এইভাবে আমি সবার শরীরে বেঁচে থাকব।"
লিয়াঙের এক শিক্ষক জানিয়েছেন, সে পাঠ্য বইয়ে শরীর দান করার অনেক গল্প পড়েছিল। সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছে। লিয়াঙের মা তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ডাক্তারকে অনুমুতি দেন। তার কথা মত কিডনি, যকৃত সংরক্ষণ করে রাখা হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৫/ রশিদা