বনের রাজা সিংহের ছায়া দেখলেও অন্য প্রাণীরা ভয়ে কাঁপে। আর সেই সিংহই কিনা বুনো মোষের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়লো! এমনই তাজ্জব করা ঘটনা ঘটেছে কেনিয়ার মাসাই মারা জঙ্গলে।
স্ত্রীকে সঙ্গে নিয়ে সস্ত্রীক প্রাক্তন আর্মি অফিসার চার্লস কমিন গিয়েছিলেন ওই জঙ্গলে। সেখানে সিংহ ও বুনোমোষের অঘোষিত যুদ্ধের সাক্ষী হয়ে গেলে তারা। চার্লস কমিন জানান, "একটি পুরুষ সিংহ গাছের আড়ালে ওঁত পেতে বসেছিল বুনো মোষ শিকার করার জন্য। আচমকা বুনো মোষের দল প্রতিরোধ করতে আক্রমণ করে বসে। পালাবার পথ খুঁজে না পেয়ে প্রাণ বাঁচাতে গাছে উঠে পড়ে সিংহটি।"
মোষগুলি অনেকটা সময় ধরে গাছের তলায় অপেক্ষা করতে থাকে। এদিকে সিংহটি ভয়ে কাঁপছিল। গাছের ডালে আপ্রাণ আঁকড়ে থাকার চেষ্টা করলেও বারবার হড়কে পড়ে যাওয়ার উপক্রম হয়। এক পর্যায়ে টিকতে না পেরে জোরে হুংকার দেয় সিংহটি। হুংকারের পরপরই বুনো মোষগুলো এদিক-ওদিক চলে যায়। গাছ থেকে নেমে চার্লস কমিনের জিপের পাশ দিয়ে বনের ভিতর ঢুকে পড়ে। সেইসময় সিংহের চোখে-মুখে ভয়ের ছাপ ছিল বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৬ মে, ২০১৫/ রশিদা