ভারতের তেলেঙ্গানা রাজ্যে গ্রীষ্মকালে সাধারণত তাপমাত্রা থাকে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু এ বছর তাপমাত্রা তার চেয়ে দুই-তিন ডিগ্রি বেড়ে গেছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী তীব্র দাবদাহে ভারতে মৃতের সংখ্যা পাঁচশ ছাড়িয়ে গেছে। তেলেঙ্গানাতে মারা গেছে বহু লোক।
তবে শুধু মানুষ নয়, গরমের শিকার হচ্ছে পশু পাখিরাও। নালগোন্দার ব্একজন অধিবাসী জানিয়েছে, শহরে প্রচুর বাদুড় মরে যাচ্ছে। গাছ থেকে পাতার মত মরে মরে নিচে পড়ছে বাদুড়। ১৫-২০টি ময়ূরকেও মরে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া গরমে মানুষ বাড়ি থেকে বেরই হতে চাইছে না। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এমন লোকের সংখ্যাও কম নয়।
নালগোন্দার কৃষকরা জমি চাষ করতে পারছেন না। কারণ গরমে ভূগর্ভস্থ পানির স্তর বেশ অনেকটা নিচে নেমে গেছে। কোনো কুয়ায় এক ফোঁটা পানি নেই। শুধু তাই নয়, পানির অভাবে এবং গরমে ঘাস শুকিয়ে গেছে। ফলে গৃহপালিত গরু-মহিষকে ঠিকমত খাওয়া দিতে পারছেন না কৃষকরা। গরু মহিষদের দুধ কমে গেছে।
বিডি-প্রতিদিন/ ২৭ মে, ২০১৫/ রশিদা