জেড কক্সন নামে প্রথমবর্ষের এক আলোকচিত্রী একটা ছবি উঠিয়েছেন যেটি কিনা অনলাইনে ১ মিলিয়ন মানুষ দেখেছে। ছবিটিতে একটি সিগালকে আকাশে আটটি 'রেড অ্যারো' বিমানের সঙ্গে সমতালে উড়তে দেখা যায়। শুধু তাই নয়, পাখিটির পিছনে বিমানগুলোর মতো একটি ধোয়ার লাইন লক্ষ্য করা যায়। লক্ষণীয় হলো, ভালো করে খেয়াল না করলে বোঝাই যাবে না যে এটি কোনো পাখি বা বিমান। হালকাভাবে দেখলে সিগালটিকেও অন্য একটি বিমানের মতো মনে হবে। গত সপ্তাহান্তে একটি বিমান প্রদর্শনীতে এই ছবিটি তোলেন জেড। খবর মেট্রোর
বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৫/শরীফ