জলের মধ্যে স্বাচ্ছন্দ্যে হেঁটে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন স্লোভাকিয়ার ২৮ বছরের এই নারী। প্রথমে সবাই ভাবতেন লেনকা বোধহয় জাদু জানেন, তাই এভাবে জলের মধ্যে হাঁটতে পারছেন।
অনেকে আবার বলতেন, সবাইকে চোখে ধুলো দেওয়া। কেউ কেউ বলতেন, জলের তলায় নিশ্চই বরফের চাঁই হয়।
কিন্তু অনেক পরীক্ষার পর দেখা যায় একেবারে জলের ওপর দিয়ে হেঁটে, ছুটে বেড়াচ্ছেন তিনি। লেনকা নিজেই ফাঁস করলেন তাঁর এই রহস্য।
বললেন, বহু বছরের অভ্যাসের পর তিনি জলে হাঁটার কায়দা রপ্ত করেছেন।
এই বিষয়ে প্রায় কুড়ি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করা লেনকা বললেন, কাজটা মোটেও কঠিন নয়।
বিডি-প্রতিদিন/ ৩১ মে,২০১৫/ নাবিল