এ যেন একটার সঙ্গে একটার ফ্রি-এর গল্প। ব্রাজিলের এক পোলট্রি ব্যবসায়ীর এমনই ভাগ্য। তাঁর অতি প্রিয় শার্লট নামের মুরগি অদ্ভুত ডিম পাড়ছে।
শার্লটের একটা ডিম ফাটালে বেরোচ্ছে আরও একটা আস্ত ডিম। দুটি ডিমের উচ্চতা প্রায় সমান।
১৭ সেন্টিমিটার লম্বা ও প্রস্থে ১২ সেন্টিমিটার। তার মানে সাধারণ ডিমের চেয়ে প্রায় দ্বিগুণ হল ৬ মাস বয়েসের শার্লটের ডিম।
কী করে একটা ডিমের মধ্যে আরও একটা ডিম পাওয়া যাচ্ছে তা নিয়ে এখনও দ্বন্দে জীববিজ্ঞানীরা।
তবে তাঁরা বলছেন, শার্লট নামের এই মুরগির জরায়ুতে এমন কিছু অদ্ভুত জিনিস আছে যা তাঁর প্রথম ডিমকে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে দেয় না। তার আগেই জন্ম নেয় দ্বিতীয় ডিম।
বিডি-প্রতিদিন/৩ জুন ১৫/ নাবিল