তাইওয়ানের রাজধানী তাইপের এমন একটি রেস্টুরেন্ট রয়েছে যার সব খাবারই পুরুষাঙ্গ আকৃতির! সম্প্রতি ইউটিউবার মিকায়েলা ব্রাইথওয়েট তাইপে ভ্রমণের উপর একটি ভিডিও প্রকাশ করেছেন। ইউটিউবে প্রকাশিত ভিডিওটিতে বিশেষভাবে তিনি ওই রেস্টুরেন্টের উপর আলোকপাত করেছেন।
ভিডিওটির মাধ্যমে তিনি জানিয়েছেন যে, রেস্টুরেন্টটিতে খাওয়ার জন্য পাওয়া যায় পুরুষাঙ্গাকৃতির সসেজ। এর সঙ্গে থাকবে থাই চিলি সস, রেড ওয়াইন টমেটো সস এবং হানি মাস্টার্ড সস। রেস্টুরেন্টটিতে পাওয়া যায় পুরুষাঙ্গাকৃতির আইসক্রিমও! ভিডিও দেখতে ক্লিক করুন https://vk.com/video-38173859_170987491
বিডি-প্রতিদিন/৩ জুন ২০১৫/শরীফ