যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের 'বিগ হুইল' বলে কথা। মাটি থেকে ৫৫০ ফিট উচ্চতায় হাই রোলারের এক একটা গ্লাসপড। প্রতিটি গ্লাসপডই পর্যটকে পরিপূর্ণ। এর মধ্যেই ৫৫০ ফিট উচ্চতায় প্রকাশ্যে যৌন সম্পর্কে জড়ালো এক যুগল। এ কাজ করে অবশ্য পার পাননি তারা। গ্রেপ্তার হতে হয় তাদের।
ঘটনা হলো বিগ হুইলের রোলারটা ঘুরছিল। নিজেদের মতো করে পর্যটকরা উপভোগ করছিলেন আশপাশের সৌন্দর্য। হঠাতৎই তাদের চক্ষু ছানাবড়া। পাশের গ্লাসপডে হচ্ছেটা কী! ঘোর কাটিয়ে সবার চোখ তখন সেদিকেই। অথচ যাদের দিকে সবার নজর, তাদের কিন্তু তখন চারপাশের প্রতি কোনো নজরই নেই। তারা তখন নিজেদের নগ্ন করার খেলায় মেতেছেন। আর তারপর সবার চোখের সামনেই লিপ্ত হলেন যৌন সম্পর্কে।
জানা গেছে, ওই যুগলের নাম ফ্র্যাঙ্ক প্যানজিকা (২৭) ও চোলে স্কর্ডিয়ানোস (২১)। হাই রোলার কর্তৃপক্ষ সতর্কও করেছিল তাদের। কিন্তু যৌনসম্পর্কে মত্ত ওই যুগল তাতে ভ্রুক্ষেপ করলে তো! তাদের স্পষ্ট বক্তব্য, 'কী এমন করেছি? নিজেরা স্রেফ একটু কোয়ালিটি টাইম কাটিয়েছি!'
বিডি-প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ