ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার চাপড়ায় অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বেঁচে গেছেন রোগী।
আজ ভোর বেলা রোগী নিয়ে যাওয়ার পথে এঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। মৃত্যু হয় চালকের পাশের আসনে বসে থাকা চিকিৎসকের। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন রোগী এবং তাঁর আত্মীয়রা।
পুলিশের উদ্যোগে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন