বিশ্বের সবচেয়ে বয়স্ক হাতির মধ্যে অন্যতম ছিল ভারতের কর্ণাটক প্রদেশের এলিফ্যান্ট ক্যাম্পের হাতি ‘ইন্দিরা’। সেই ‘ইন্দিরা’ এবার মারা গেলো
মৃত্যুকালে ‘ইন্দিরা’র বয়স হয়েছিল ৮৫ থেকে ৯০ বছর। জানা গেছে, ১৯৬৮ সালে স্থানীয় একটি বন থেকে ইন্দিরাকে ধরা হয়। তারপর থেকে সে ওই ক্যাম্পেই ছিল।
ক্যাম্পের চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল প্রাণীটি, এমনকি খাওয়া-দাওয়া পর্যন্ত ঠিক মতো করতে পারতো না।
উল্লেখ্য একটি হাতি মূলত ৭০ বছর পর্যন্ত বাঁচে। এর আগে ২০০৩ সালে ৮৬ বছর বয়সী এক হাতির মৃত্যুর পাওয়া যায়। যা ছিল এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক হাতি।
বিডি-প্রতিদিন/ ১ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬