দক্ষিণ আফ্রিকায় ঘটে এ ঘটনা। তিন সঙ্গী মিলে ঠিক করেছিলেন সিংহের চোরা শিকার করবেন। সঙ্গে নিয়েছিলেন দু'টি পয়েন্ট ৪৫৬ বিগ গেম রাইফেল। কিন্তু শেষ রক্ষা হয়নি। বনের রাজার থাবায় প্রাণ গিয়েছে পঞ্চাশ বছরের ডেভিড বালোয়ির। দেহের সবটা খেয়ে ফেলেছে সংহের দল। পড়ে ছিল শুধু রক্তাক্ত মাথা। বাকি দুই সঙ্গী কোনক্রমে প্রাণ হাতে করে পালিয়ে বেঁচেছেন।
দক্ষিণ আফ্রিকার পুলিশের লেফটেনান্ট কলোনেল জিওপে জানিয়েছেন “ঘটনাটি ঘটেছে গত শুক্রবার৷ তিন চোরা শিকারিকে আক্রমণ করে সিংহের দল। একজনকে মেরে খেয়ে ফেলে তারা।” তিনি আরও জানান, “সিংহেরা ওই মানুষটির পুরো দেহটাই খেয়ে ফেলেছে কিন্তু তার মাথাটা ফেলে রাখে। সেটা দেখেই তাঁর পরিচয় জানা সম্ভব হয়েছে।
সিংহ দিনে মানুষের জন্য অতটা ভয়ঙ্কর নয় যতটা তারা রাতে ভয়ঙ্কর। ঘটনার পর ওই এলাকা থেকে রাইফেল ও বেশ কিছু অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার