১৬ আগস্ট, ২০১৮ ০১:৩৫

পেট্রোলের প্রয়োজন ফুরাল, গাড়ি চলবে হাওয়ায়!

অনলাইন ডেস্ক

পেট্রোলের প্রয়োজন ফুরাল, গাড়ি চলবে হাওয়ায়!

সংগৃহীত ছবি

দরকার নেই আর পেট্রোলের। এবার হাওয়ায় চলবে গাড়ি। মিশরের স্নাতক স্তরের শিক্ষার্থীরা সামাজিক অর্থনৈতিক সমস্যা ও জ্বালানির অভাবের মধ্যেই তৈরি করে ফেলল এক যুগান্তকারী যান, যা নাকি চলবে শুধু হাওয়ায়।

মিশরের সেই পড়ুয়ারা জানাচ্ছেন, গাড়িটি ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। 'কম্পোসড এয়ার' ব্যবহার করে গাড়িটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ৭২ হাজার টাকা। 

সেই ছাত্রদলের প্রধান আবিষ্কর্তা মেহমুদ ইয়াসের জানিয়েছেন, "এই আবিষ্কার জনগণের মধ্যে পৌঁছে দেয়ার নতুন লক্ষ্য নিয়ে আর একবার আমাদের এই দলটি পরবর্তী নতুন গবেষণা শুরু করেছি। যাতে আমাদের বিশ্বাস পরবর্তী উন্নত যানগুলি ৫০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় দৌড়াবে এবং তাতেও একটুও জ্বালানীর প্রয়োজন হবে না।'

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর