"নিরামিষ খাও এবং মরো"-এই ছিল তার স্লোগান। তিনি মনে প্রাণে এ কথা বিশ্বাসও করেন। আর তাই এক অভিনব প্রতিবাদে সামিল হলেন এই ইউটিউবার। সঙ্গে এক খণ্ড কাঁচা মাংস।
জানা যাচ্ছে, সম্প্রতি আমস্টারডামে নিরামিষভোজীদের এক খাদ্যোৎসবে গিয়ে প্রতিবাদ জানান এই যুবক। তাঁ সঙ্গে ছিলেন ক্যামেরাম্যান এবং এক সহকারী। তার কথায়, নিরামিষ খেয়ে মরা ছাড়া আর কোন গতি নেই। তাই তিনি তাদের সামনে কাঁচা মাংস খেয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান।
যেমন কথা তেমনই কাজ। ইউটিউবার যুবক তার হাতে ধরে কাঁচা মাংসের খণ্ডটি কামড়াতে আরম্ভ করেন। সেখানে উপস্থিত নিরামিশাষীরা স্তম্ভিত হয়ে দেখলেন সেই দৃশ্য। পরে অবধারিত ভাবে সেই ভিডিও আপলোড করা হল ইউটিউবে। সেই ইউটিউবারের এই ভিডিও এই মুহূর্তে ভাইরাল।
নিরামিশাষীদের খাদ্যোৎসবে এমন আচরণের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন অনেকেই। জানা গেছে, সেই সময়ে খাদ্যোৎসবে শিশুদের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময়ে এই ‘বীভৎস’ কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন উপস্থিত মানুষ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর