অস্ত্রের সন্ধান দিল ছাগল! ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার হাঁসখালি এলাকায় সম্প্রতি এ ঘটনা ঘটে। পাচারের জন্য অনেকগুলো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল একটি ভ্যানে।সেখানে বিচালি গাঁদার ভেতরে ঢেকে রাখা হয় বেশ কয়েকটি এয়ারগান ও রিভলবার। ওই ভ্যানে ছিল তিনজন।
জানা গেছে, অস্ত্রগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। পরিস্থিতি বেগতিক দেখে ভ্যানের মালিকসহ বাকি দু'জন স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ভ্যানটি রেখে কেটে পড়ার চেষ্টা করে। কিন্তু সেখানেই বাধল যত বিপত্তি। ভ্যানে থাকা বিচালি খেতে শুরু করে একটি ছাগল, বেরিয়ে আসে বন্দুকের বাঁট। বিচালি সরাতেই থরে থরে সাজানো এয়ারগান বেরিয়ে আসে। এরপর অভিযুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাগর মল্লিক, ইনসান মণ্ডল ও কিশোর বিশ্বাস নামের তিনজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার