হাসপাতালের চিকিৎসক রোগীকে 'মৃত' ঘোষণা করার পর, লাশ পাঠিয়ে দেওয়া হয়েছিল মর্গের হিমঘরে। রাতভর সেখানে মৃতদেহ পড়ে থাকার পর সকালে যখন সেই হিমশীতল দেহ লাশকাটা টেবিলে তোলা হয়, তখন পলকে ঘটে যায় এক ঘটনা।
নড়েচড়ে ওঠে সেই মৃতদেহ। একবার নয়, একপলকের জন্যও নয়। নিজেকে সামলে নিয়ে সেই মৃতদেহর পরীক্ষা করেন পোস্টমর্টেমের ডাক্তার। তিনি দেখেন, চোখের পাতা পড়ছে। শীতল শরীরে কখন যেন ফিরে এসেছে প্রাণের উষ্ণতা। রোগী যে জীবিত, তা নিয়ে নিশ্চিন্ত হন। এরপর বাহাত্তর বছরের সেই বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জেলা হাসপাতালে। যদিও এই ঘটনার পর মাত্র ৯০ মিনিট বেঁচে ছিলেন ওই বৃদ্ধ রোগী। তবুও বিষয়টিকে হালকাভাবে নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। যে চিকিৎসক রোগীকে 'মৃত' ঘোষণা করে, অটোপসি করতে পাঠিয়েছিলেন, তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ