৪ আগস্ট, ২০২০ ১১:৪১

অনাথ জেব্রার ‌`মায়ের' ভূমিকায় স্বেচ্ছাসেবীরা, বেছে নিলেন অভিনব পন্থা

অনলাইন ডেস্ক

অনাথ জেব্রার ‌`মায়ের' ভূমিকায় স্বেচ্ছাসেবীরা, বেছে নিলেন অভিনব পন্থা

জঙ্গলে বসবাস করতে হলে শিকারির সঙ্গে লড়াই যেন বন্যপ্রাণীদের নিত্যদিনের ব্যাপার। তবে লড়াই করতে করতে কোনো একদিন হয়তো শিকারির কাছে পরাজয় গ্রহণ করতে হয়। এমনি এক ঘটনায় অনাথ হয়েছেন এক জেব্রা।
তবে অনাথ এই জেব্রার মায়ের ভূমিকা পালন করছেন এক বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা। তারা এই জেব্রা শাবকের কাছাকাছি যেতে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন।

সেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন,
কেনিয়ার সাভো ইস্ট ন্যাশনাল পার্কে এক সিংহের আক্রমণে এক জেব্রা মারা যায়। আর তার একটি শাবক নিজেকে সিংহের নজর থেকে লুকিয়ে কোনও রকমে প্রাণে বাঁচে। পরে সেই জেব্রা শাবককে নিয়ে যাওয়া হয় সেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টে। সেখানকার কর্মীরা ওই জেব্রাটিকে দেখভালের দায়িত্ব নেন।

কিন্তু সমস্যা হলো, সে তার মাকে ছাড়া এতদিন বিশেষ কাউকে চিনত না। তাই তার দায়িত্ব নেওয়া মানুষগুলোর সঙ্গে সে ঠিক সহজ হতে পারছিল না।

এই সমস্যার সমাধানে এক অভিনব পন্থা বেছে নেন ওই কর্মীরা। তারা সাদা-কালো ডোরাকাটা জামা পরেন, ঠিক জেব্রার গায়ে যেমন ডোরা থাকে তেমন। অর্থাৎ তারা জেব্রার মতো সাজেন। আর এতে বেশ কাজ হচ্ছে বলেও জানিয়েছেন সেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টের কর্তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর