১৬ মে, ২০২৩ ১৭:২০

কর্মীদের ফিট হতে তিন মাস সময় দিল আসাম পুলিশ!

অনলাইন ডেস্ক

কর্মীদের ফিট হতে তিন মাস সময় দিল আসাম পুলিশ!

সব পুলিশ কর্মকর্তা ও সদস্যের বডি ম্যাস ইনডেক্স (বিএমআই) রেকর্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে আসাম পুলিশ। ডেড উড বা মরাগাছ বেছে ফেলার ঘোষণা দিয়েছে ভারতের এই রাজ্যের পুলিশ প্রধান।

পুলিশ সদস্যদের তিন মাস সময় দেওয়া হয়েছে নিজেদের ফিটনেস বাড়াতে। এরপরই বিএমআই রেকর্ড নথিবদ্ধ করা হবে।  

যাদের বিএমআই ৩০-এর বেশি হবে। তাদেরকে আরও তিন মাস সময় দেওয়া হবে ওজন কমাতে। আর এরপরও ওজন না কমলে তাদের পাঠানো হবে স্বেচ্ছা অবসরে। 

আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল জিপি সিং টুইটে বলেছেন, ‌‘আমরা আসাম পুলিশের সবাইকে ফিটনেস ঠিক করার জন্য তিন মাস সময় দেওয়ার পরিকল্পনা করেছি। এরপর ১৫ আগস্ট থেকে বিএমআই রেকর্ড করা হবে।’

আসাম পুলিশের ৭০ হাজার কর্মী। 

এরইমধ্যে ৬৫০ নেশাগ্রস্ত ও আনফিট পুলিশ কর্মীকে স্বেচ্ছা অবসরে যাওয়ার প্রস্তাব দিয়েছে আসাম পুলিশ। এই কাজ পর্যবেক্ষণের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।


সূত্র: এনডিটিভি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর