শিরোনাম
১৮ মে, ২০২৩ ১৪:০৫

৩ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হল হাজার বছরের পুরনো বাইবেল

অনলাইন ডেস্ক

৩ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি হল হাজার বছরের পুরনো বাইবেল

১১শ’ বছর আগে হিব্রুতে লেখা একটি বাইবেল বিক্রি হয়েছে ৩৮.১ মিলিয়ন ডলারে (তিন কোটি ৮১ লাখ)। দাবি করা হচ্ছে, এটিই হিব্রুতে লেখা বিশ্বের সবচেয়ে পুরনো বাইবেল। 

চামড়ায় বাঁধানো আর হাতে লেখা এই বাইবেলটি বিক্রি হয়েছে নিউইয়র্কে। ধারণা করা হচ্ছে এটি উনিশ শতকের শেষ দিকে লেখা হয়েছিল।

ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে বাইবেলটি।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক আমেরিকান ফ্রেন্ডস অফ এএনইউ-এর তরফ থেকে এই বাইবেল কিনেছেন। এই নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুইজন দরাদরি করেছিলেন। এই বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।

সূত্র:  এপি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর