ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত রোজেট হাউজ নামের একটি পাঁচ তারকা হোটেল তাদের একজন অতিথির বিরুদ্ধে ৫৮ লাখ রূপি আর্থিক ক্ষতির অভিযোগ এনেছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, এই অতিথি হোটেলের কয়েকজন কর্মীর সঙ্গে যোগসাজশে প্রায় দুই বছর বিনা পয়সায় হোটেলে থেকেছেন।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অঙ্কুশ দত্ত নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থানায় সম্প্রতি এফআইআর করেছেন অ্যারোসিটি এলাকায় একটি বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ।
এফআইআরে তারা জানিয়েছেন, ২০১৯ সালের ৩০ মার্চ এক রাতের জন্য হোটেলে উঠেছিলেন অঙ্কুশ। পরের দিন হোটেল ছাড়ার কথা থাকলেও তার মেয়াদ বাড়িয়েছিলেন তিনি। তার পর থেকে বার বার একই কাজ করে গিয়েছেন। শেষমেশ ২০২১ সালের ২২ জানুয়ারি পর্যন্ত হোটেলে থাকার কথা জানিয়েছিলেন। অভিযোগ, এত দিন ধরে হোটেলের থাকার ভাড়া হিসাবে ৫৮ লাখ টাকা বিল হয়েছিল। তবে সেই বিলের এক পয়সাও না মিটিয়েই হোটেল ছেড়েছেন অঙ্কুশ। হোটেলের কয়েক জন কর্মীর সঙ্গে যোগসাজশেই তিনি এ হেন কীর্তি করতে পেরেছেন বলে দাবি।
সাধারণত, হোটেলের বিল না মেটালে ৭২ ঘণ্টা পার হলেই তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনাটাই রীতি। তবে এ ক্ষেত্রে তা করা হয়নি বলেও অভিযোগ। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, অঙ্কুশের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে হোটেলে থাকার বন্দোবস্ত করে দেন ফ্রন্ট অফিস ডিপার্টমেন্টের প্রধান প্রেম প্রকাশ। সে জন্য হোটেলের কম্পিউটার সিস্টেমে হেরফের করেছেন তিনি।
এমনকি, অন্য অতিথিদের অ্যাকাউন্টের সঙ্গে এমন কারচুপি করেছেন, যাতে মনে হয় অঙ্কুশের থাকা খাওয়ার বিল মেটাচ্ছেন তারা। অঙ্কুশের সঙ্গে মিলে প্রেম-সহ কয়েক জন হোটেলকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে এফআইআরে। এতে আরও বলা হয়েছে, ৬০৩ দিন ধরে হোটেলে থাকার খরচ মেটাতে ১০, ৭ এবং ২০ লাখ টাকার চেক জমা দিয়েছিলেন অঙ্কুশ। তবে সেই চেকগুলি ‘বাউন্স’ করলেও প্রেম তা কর্তৃপক্ষকে জানাননি।
প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি থেকে শুরু করে হোটেলের অ্যাকাউন্টে গড়মিল করার অভিযোগে দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন হোটেল কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আরাফাত