জলপ্রপাতে সেলফি তুলতে গিয়ে পা পিছলে ১০০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক তরুণী। বৃষ্টি উপভোগ করতে বন্ধুদের সাথে তিনি সেখানে গিয়েছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলার থোসেঘর জলপ্রপাতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর এক ব্যক্তি দড়ি দিয়ে নেমে ঝোপের মধ্যে আটকে পড়া মেয়েটিকে টেনে উপরে তুলে আনেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার কয়েকদিন আগে মহারাষ্ট্রের রায়গড়ের কাছে কুম্ভে জলপ্রপাতে সেলফি তুলতে গিয়ে ২৬ বছর বয়সী এক ইনফ্লুয়েন্সার মারা যান।
এই ধরনের দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে দায়িত্বশীল ভ্রমণ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সময় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়াও, জীবন বিপন্ন হতে পারে এমন ঝুঁকিপূর্ণ আচরণ এড়ানোর ওপরও জোর দেয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল