শিরোনাম
১৬ জানুয়ারি, ২০২১ ২১:১৬

বগুড়ার শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী

জানে আলম খোকা

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি কেন্দ্রে ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।

নির্বাচনে জানে আলম খোকা জগ প্রতীক নিয়ে ৮ হাজার ৭৬৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী আব্দুস প্রতীক নৌকা পেয়েছেন ৪ হাজার ৬৮১ ভোট। এ ছাড়া বিএনপির দলীয় মনোনিত প্রার্থী স্বাধীন কুমার কুণ্ডু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনীত প্রার্থী প্রতীক হাতপাখা পেয়েছেন ৫৫৬ ভোট।

এ ছাড়া কাউন্সিলর পদে জয়ী হয়েছেন এক নম্বর ওয়ার্ডে শুভ ইমরান, দুই নম্বর ওয়ার্ডে বদরুল ইসলাম পোদ্দার ববি, তিন নম্বর ওয়ার্ডে নিমাই ঘোষ, চার নম্বর ওয়ার্ডে ফারুক ফয়সাল সোহাগ, পাঁচ নম্বর ওয়ার্ডে চন্দন কুমার দাস রিংকু, ছয় নম্বর ওয়ার্ডে নাজমুল আলম খোকন, সাত নম্বর ওয়ার্ডে জাকারিয়া মাসুদ, আট নম্বরে সোমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম ও নয় নম্বর ওয়ার্ডে ফিরোজ আহমেদ জুয়েল। 

এদিকে সংরক্ষিত তিনটি মহিলা কাউন্সিলর পদে জয়ী হয়েছেন যথাক্রমে শারমিন আক্তার, মমতাজ বেগম রুবি ও করুনা রানী ঘোষ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
    
  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর