১৮ জানুয়ারি, ২০২১ ১৩:২৬

পৌরসভা নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি

পৌরসভা নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

শরীয়তপুর ভেদরগঞ্জ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের দাবী বিদ্রোহী প্রার্থী আবুল বাসার চোকদারের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়েছে। এতে তার ১০ জন সমর্থক আহত হয়েছেন। তবে আবুল বাসার চোকদার এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দিবাগত গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার বলেন, বিদ্রোহী প্রার্থী তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। তাকে না পেয়ে তার সমর্থকদের মারপিট করা হয়েছে। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, আবুল বাসার চোকদার হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার এলাকার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে আমার নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে। তার কারণে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারছিনা। 

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশিদুল বারী জানিয়েছেন এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর