ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পাতিবিলা ব্রিজের কাছে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কনেস্টেবল আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন-রেজা (৩০) ও শঞ্জয় শামন্ত (৩৫)। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটার গান, এক রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করেছে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।