সাঈদী ন্যায় বিচার পাননি বলে মন্তব্য করলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব আলম। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্ত্বব্য করেন। তিনি বলেন, আমরা এ রায় পর্যালোচনা করে রিভিউ আবেদন করবো। আশা করি রিভিউ আবেদনে সাঈদী ন্যায় বিচার পাবেন।
তিনি আরও বলেন, যাবজ্জীবন রায় ঘোষণা করে আবার আমৃত্যু বলা, এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি।