জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় রিভিউ করার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। তিনি বলেন, আইনে এ রায় রিভিউয়ের কোনো সুযোগ নেই বলে জানি।
রায় নিয়ে তার প্রতিক্রিয়া কী, জানতে চাইলে তিনি বলেন, আমার প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড বহাল থাকুক এটাই ছিল আমার প্রত্যাশা। এজন্য খারাপ লাগছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ রায়ের বৈশিষ্ট্য হলো মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে। নারী নির্যাতনকারী, ধর্ষণকারী হিসেবে আদালত এ রায় দিলো। জোর করে ধর্মান্তরিত করেছেন এজন্যও তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। এতে তার মুখোশ উন্মোচিত হলো।