জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর পুনর্বিবেচনার আবেদন করা হবে। আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তাজুল ইসলাম এ কথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, এ মামলায় স্কাইপ কেলেঙ্কারির মতো ঘটনা ঘটেছে। সাক্ষী সুখরঞ্জনবালীকে অপহরণ করা হয়েছে। ইব্রাহিম কুট্টিকে হত্যার অভিযোগে যেখানে তার স্ত্রী সাঈদীকে আসামি করেননি, সেই অভিযোগেও কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এ জন্য আমরা ন্যায়বিচারের জন্য পুনর্বিবেচনার আবেদন করব।